কোথা ছিলি এতদিনে , কোথা থেকে এলি
এই মায়াবী রূপই বা কোথা থেকে পেলি
কালো টিপে ভরে কপাল করেছে উজ্জ্বল
দু'চোখে কাজলের ছাপ করিছে জ্বলজ্বল ।
হামাগুড়ি দিয়ে এগিয়ে আসিস যখন কাছে
পুলকিত হয় মন , খুশিতে পরাণ নাচে ।
আকাশের চাঁদ ছিলি বুঝি এসেছিস ধরায়
মিটিমিটি হাসি দেখে তোর মন যে ভরায় ।
তোকে দেখে পাখি ডাকে কানন ভরে ফুলে
গুটিগুটি পায়ে এলে কাছে চিত্ত ওঠে দুলে ।
কোঁকড়ানো কালো চুলে ভরে আছে মাথা
কোলে তুলে নিয়ে ঘোচাই আমার যত ব্যথা ।