জলও যেটা পানিও সেটা           জলপানিটা এক নয়
পানিও খাই ফলও খাই             পানিফলও খেতে হয় ;
জল পাই কলসিতে                  জলপাই গাছে ফলে
টকমিষ্টি ফল সেটি                   ফলসাকে লোকে বলে ;
মাছরাঙা মাছ নয়                     ঝুপ করে মাছ ধরে
বাঘরোলে বাঘ ভেবে                কিছু লোকে ভুল করে ;
আলুকাবলি আলুসম                নহে কোন কন্দ
আলুবোখরাও তো দেখি            খেতে নহে মন্দ ;
শিয়ালকাঁটায় কাঁটা ভরা           শিয়াল ভুলেও যায় না
গাছপাঁঠা পেড়ে লোকে             মাংস ভেবে খায় না ;
আমরুল টকো শাক                আমলকির টকও খাই
মক্ষিকা রোগ ছড়ায় , মধু         দেয় মধুমক্ষিকাই ।