কাশ ফুটলেই শরৎ আসে
শিউলি-সুবাস হাওয়ায় ভাসে ।
শরৎ আসে ধানের শীষে
ঢ্যামকুড়াকুড় বাদ্য কিসে ?
শিশিরভেজা ঘাসের ডগায়
মুক্ত জ্বলে রবির ছটায় ।
নীল আকাশে মেঘের ভেলা
নতুন জামায় খুকুর খেলা ।
ঢেউয়ের নাচন নদীর কূলে
বই খাতা সব রাখছে তুলে
শরৎ এলে কী আনন্দ
আকাশ বাতাস পুজোর গন্ধ
প্রজাপতির রঙীন ডানায়
সব কিছু যে হার মানায় ।