কে আগে কথা বলেছিল
তুমি না আমি , মনে নেই
কে আগে হাত ধরেছিল
তুমি না আমি , মনে নেই
কে আগে দুঃখ দিয়েছিল
তুমি না আমি , মনে নেই
কথার পুরানো কাসুন্দি ঘেঁটে
লাভ নেই বাদ দাও
তবে কোকিলের ডাক শুনে
একসাথেই খুঁজেছিলাম , মনে আছে
আকাশে বিদ্যুতের চমক দেখে
একসাথেই তাকিয়েছিলাম , মনে আছে
আষাঢ়ের প্রথম বৃষ্টিতে
একসাথে ভিজেছিলাম , মনে আছে ।


হঠাৎ বিকেলে পুরানো দিনের
সাদাকালো ছবিগুলো মনে ভাসে
এখন আর ফিরে পাওয়া যাবে না
সেইসব কথা ভেবে দুঃখ পাই
দুঃখ পাই তোমার কথা ভেবে
দুঃখ পাই নিজের কথা ভেবে
সাঁঝবেলায় কেনই বা মনে আসে
এক রৌদ্রোজ্জ্বল দিনের !