দিন আসে দিন চলেও যায়
ফুল ফোটে আবার ফুল ঝরে যায় ;
নতুন মানুষ আসে মন ভরে আনন্দে
সে যখন মারা যায়
কয়েকদিন কাটে নিরানন্দে ;
এইভাবে যে আসে কেউ থাকে না
সবাই যায় একসময়ে চলে ।
কেউ ফলায় ফুলে ফলে
কেউ মাতাল হয়ে টলমল টলে
কেউ সঙ্গীতে ভরায় মন
শহর গড়ে কেটে জঙ্গল বন।
পৃথিবী চলে আপন গতিতে
মানুষ সুখ খোঁজে আপন মতিতে।