সবাই সবকিছু পারে না
ইচ্ছে করলেও পারে না
রাতকানার ইচ্ছা করে রাতে দেখতে , পারে না
কোন খঞ্জ সোজা গটগট করে হাঁটতে পারে না
বামন হয়ে চাঁদ ছোঁয়া যায় না , অথচ ইচ্ছা করে
যার তোতলামি স্বভাব সে শত চেষ্টায়
অনর্গল কথা বলতে পারে না
খুনী ব্যাক্তি হত্যা ছেড়ে সাধু হতে পারে
পা-কাটা লোক ইংলিশ চ্যানেল সাঁতরে পার হতে পারে
অর্ধশিক্ষিত ব্যাক্তি শিক্ষা গোপন করে মন্ত্রী হতে পারে
খেলোয়াড় প্রধানমন্ত্রী হতে পারে
অভিনেতা প্রধানমন্ত্রী হতে পারে
কিন্তু টেনেটুনে স্নাতক সিভিল সার্ভিস পরীক্ষায়
স্নান করতে পারে না
ভিখিরি লাখ টাকা কামাতে পারে
কিন্তু আভিজাত্য আনার চেষ্টা করলেও পারে না
দু'চার লাইন লিখে কবি হওয়া যায় না
কয়লা লক্ষবার ধুলেও ফরসা হতে পারে না
কুঁজো কোনদিন চিত হয়ে শুতে পারে না ।