আমার আছে নিজের  আকাশ
যার রঙটি সবুজ
সেই আকাশের নীচে কেন
আমরা বড়ই অবুঝ !  
বাবার কিরণ রবির মত
সবার বড় গ্রহ
চাঁদের মতন মা গো আমার
জীবন্ত বিগ্রহ ।
বাবার আলোয় আলোকিত
আমরা বেঁচে আছি
মায়ের ছায়া মায়াভরা
সেই ছায়াতেই বাঁচি ।
দাদা দাদি দূরের গ্রহ
যায়না দেখা চোখে
তাঁরা থাকে অনেক দূরের
এক অমৃতলোকে ।