অসম্ভবকে সম্ভব করার নাম তো সফলতা নয়
বারবার প্রয়াসের মধ্যেও সফলতা না আসুক
এই প্রচেষ্টাই সাফল্যের মূলমন্ত্র হতে পারে
ঠুঁটো জগন্নাথের মতো অকর্মণ্য হয়ে থাকা
বরং ব্যর্থতার নামান্তর ; ভাগ্যের হাতে  
নিজেকে সঁপে দেওয়া কাপুরুষ হওয়া
আর এই ভাবে বেঁচে থেকে কী বা লাভ
তার চেয়ে চেষ্টা করি কিছু করার ,
পারলে পারবো না পারলে মাথা
যাবে না কাটা ; আমি তো কখনো
ভাগ্যের দোহাই দিয়ে বসে
থাকিনি বা থাকবোও না
চেষ্টা করি বারে বারে
একদিন হয়তো
সফলতা পাব
কিংবা নাও
পেতে পারি
জানি না
ভাবি  
না !