যখন তারা পৌঁছাতে পারে না নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে
তখন তার আশেপাশে ঘুর ঘুর করে
নিজেদের অবস্থান দূরে রেখে নিরাপদ স্থানে
মনুষ্যেরতর কিছু পিছু লাগিয়ে আনন্দ পায়
লেন্সবন্দি হওয়ার ভয়ে সামনে আসে না
এমন মানুষ চিরকাল ছিল
আবহমানকাল ধরে থাকবে ;
এরা ধর্মস্থান থেকে বেরিয়ে
তেঁতুলগাছের শিকড়ে বসে ধোঁয়া ওড়ায়
এদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান মানে
শুঁড়িখানায় গিয়ে মাতালের সাক্ষী হওয়া
যে-কোন ভাবে অশান্তির বাতাবরণ তৈরি করা
এদের মজ্জাগত , বংশীয় গৌরব ।