সহায়তা
      জামাল ভড়


(পবিত্র কুরআনের আল মাউন সুরার ভাবানুবাদ)


( শুরু আল্লাহর নামে যিনি পরম দয়ালু ও দাতা )


তুমি কি দেখেছো তাকে
যে অস্বীকার করে শেষবিচারের দিবসকে
আর অনাথকে করে বিতাড়িত
নিরন্নকে খাদ্যদানে করে না উৎসাহিত
আর যত হতভাগা সেই সব নামাজি
যারা নামাজে অমনোযোগী
নামাজ পড়ে লোকপ্রদর্শনে
আর নিষেধ করে ছোটখাটো দানে ।


( পরিপ্রেক্ষিত --- আলোচ্য সুরায় দুটি বিষয়ে দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে । প্রথমতঃ অনীশ্বরবাদী যারা পারত্রিক জগতে অবিশ্বাস করে এবং অনাথ নিঃস্বকে নিষ্ঠুর আচরণ করে এবং ছোটখাটো সাহায্য সহযোগিতাও করে না । দ্বিতীয়তঃ যারা নামাজে অবহেলা করে এবং লোকদেখানর জন্য আমল করে । এই দুই প্রকার লোকের ধ্বংস অনিবার্য । )