সবাই বলে একা না বোকা
তাই চলি না একা পথ
সবখানেতে আমরা দোকা
তাতে বাড়ে মনোবল
তা সে দুই মহাদেশের সংযোগকারী ইস্তানবুলের
কয়েক শতাব্দীর পুরাতন গ্রাণ্ড বাজার
বা তাসখন্দের চোরসু বাজারে ;
কাজাখস্তানের তিয়েন শান পর্বতের দুর্গম পথে
দুজনে হাত ধরাধরি করে হেঁটে বেড়াই
বাল্টিক সাগরে জাহাজের আপার ডেকে
দুজনে বসে মিলিয়ে যাওয়া স্টকহোম বন্দর
এবং ধীরে ধীরে সাগরের বুকচিরে
ভেসে ওঠা বড় থালার মতো মেরুর কাছাকাছি চাঁদ
কিংবা তিব্বতের লাসায় ভারতীয় রেস্তোরাঁয় বসে
দেশীয় আস্বাদনগ্রহন । একা থাকলে কেমন যেন
একটা অস্বস্তি পিঁপড়ের মতো জামার নীচে
ঘুরে বেড়ায় , হাত সেখানে পৌঁছায় না যে
পিষে রগড়ে মেরে দেবো ; তারচেয়ে দুজনের
দুজোড়া চোখ নতুন কিছু-না-কিছুর সন্ধান পায় ;
তাই সোলো ট্রাভেলে আমার মন বসে না ।