দেখা হলো দুজনে কাছে আসাআসি
মুখ ফুটে বলেছিলে আমি ভালোবাসি ।
ধীরে ধীরে জেনেবুঝে এলে কাছাকাছি
পুলকিত মন দুটি করে নাচানাচি ।
বছর দুই পরে শুরু পরকে নিয়ে ঘর
ঘর সামলায় বৌ-ই বেশি মাঝেসাঝে বর ।
কয়েকটা বছর মোটে সুখের সংসার
তারপর বিবাদ বাড়ে আপন মনে যে যার ।
কোথায় গেল ভালোবাসা কোথায় মাখামাখি
এখন আর দুজনেতে নেই মুখ দেখাদেখি ।
বছর কুড়ি বাদে দেখা বাবুঘাটের মোড়ে
চেহারার ছিরিছাঁদে দুজনের মাথা ঘোরে
একা থাকার অবসাদে দুজনেতেই ভোগে
ধরেছে সুগার প্রেসার আরো নানান রোগে ।
মান অভিমান দূরে গেল বিবাদ-অবসান
আবার শুরু করে নতুন করে নব অভিযান ।