ফেলবো না , মারবোও না
জানি বাবা , মা , সমাজ কেউ মানবে না
না মানুক , আমি রাখবো -- প্রতিজ্ঞা আমার ।
যাকে ছ' ছ'টা মাস রেখেছি আর তো তিনটি মাস
তারপর না হয় ঘর ছাড়বো , অচেনা জনস্রোতে
মিশে গিয়ে তিলতিল করে নিজের সত্ত্বাকে
গড়ে তুলবো নিজের মতো করে
গতরে খেটে , আমার পালকের ভিতরে রাখবো
ইবলিশের মতো প্রতিশ্রুতি দিয়ে উধাও যে ,
যে  আবার কোন হরিণীর অপেক্ষায়
সেই শয়তানের ছায়া যেন না পড়ে
এ যেন কাপুরুষের মতো পালিয়ে না বেড়ায়
মেয়ে হলে নাম দেবো বোধিনী
ছেলে হলে বোধোদয় !