সত্য সেলুকাস কী বিচিত্র এই দেশ
যেখানে পুণ্যতোয়া নদীতে লাস ভেসে চলে
যে দেশে তীর্থস্থানে পরিপূর্ণ
আর প্রতিটি তীর্থস্থানে বেশ্যালয়ে রমরমা কারবার
সুজলা সুফলা শস্য শ্যামলা যে দেশ
সে দেশের কৃষকদের মাথায় হাত
আত্মহননের পথে অগ্রসরমান
যে দেশে ব্রজেন শীলের মতো দার্শনিক
সত্যেন বোসের মতো বৈজ্ঞানিক
রামানুজের মতো গণিতজ্ঞ
জে সি বোসের মতো উদ্ভিদবিজ্ঞানী
কালিদাসের মতো সাহিত্যিক
পাণিনীর মতো বৈয়াকরণ  
সুনীতি চাটুজ্জের মতো পণ্ডিত জন্মেছেন
যে দেশ শূন্য আবিষ্কার করে
সে দেশে এখন মহাজ্ঞানী , বিজ্ঞানী , শিল্পী
এখন প্রবাসজীবন বেছে নেয় ।


সত্য সেলুকাস কী বিচিত্র এই দেশ  
এখানে বুদ্ধিজীবী মাথা বিকিয়ে দেয়
এখানে নেতা অভিনেতা হতে ভালোবাসে
নাটুকে ভঙ্গিতে প্রতিশ্রুতি দিয়ে
দেশকে অর্ধশতবছর পিছিয়ে দেয়
এখানে শিক্ষক আদর্শ সিকেয় তুলে
পেশাদারিত্বের তাঁবেদার , রুটিনের বাইরে যেতে চায়না
যে দেশ সত্যাগ্রহের পথপ্রদর্শক
সে দেশে এখন বিভেদ , হিংসার রাজনীতি
যে দেশ সর্বধর্মসমন্বয়ের পীঠস্থান
সে দেশে এখন এক ধর্মের প্রচার প্রচেষ্টার প্রয়াস
যে দেশের নেতা ছিলেন সর্বত্যাগী
সে দেশের নেতারা এখন চৌদ্দতন উত্তরপুরুষের
জন্য সঞ্চয় করে ; সদা আত্মপ্রচার
শ্রেষ্ঠত্ব প্রকাশের দম্ভ ঘোষণা করে ।


হে বুদ্ধিজীবী একবার মাথা উঁচু করে দাঁড়াও
হে শিক্ষক আবার ফিরে এসো নিজেদের আদর্শে
হে কবি তোমার কলম গর্জে উঠুক
তোমার অগ্নিগর্ভ লেখায় ঝরুক
শানিত বেয়নেটের আঘাত
হে অভিনেতা তোমার অভিনয়ে ফুটিয়ে তোল স্ফুলিঙ্গ
হে সমাজসেবী , সমাজসেবার নামে
শাসকের চাটুকারিতা ছেড়ে জনগণের পাশে দাঁড়াও
তোমরা সবাই একবার জেগে উঠলে
শাসকের ত্রাহি ত্রাহি রব ;
কৃষক শ্রমিক ছাত্র সবাই গাঝাড়া দিয়ে ওঠো
আমজনতা তাদের সঙ্গে গলা মেলাও
দেখবে অচিরেই দেশ আবার আগের মর্যাদা ফিরে
পেয়ে জগতসভায় শ্রেষ্ঠ আসন পাবে ।