তুমি বললে 'ক্কুন' -হও
অমনি হয়ে গেল চন্দ্র সূর্য গ্রহ তারা নিখিল বিশ্ব
মাত্র ষষ্ঠ দিবসে সৃষ্ট তোমার পরিকল্পনাপ্রসূত ব্রহ্মাণ্ড ।  
আজ্ঞাবহ তোমার দূতেরা
আনিল মৃত্তিকা পৃথ্বীর প্রান্ত হতে
রচিলে আদি মানব আদম নিরাবরণ
তাহারি প্রয়োজনে তাহারি পঞ্জরের
উদ্বৃত্ত পঙ্কে গঠিত 'হবা' -- আদমদুসর ।
নিখিল সৃষ্টির উৎকৃষ্ট সৃষ্টি
প্রণিপাতে অসম্মত দূত অভিশপ্ত
আজ ইবলিশে পরিণত ।


তুমি বললে ঐ বৃক্ষের নিকটবর্তী না হতে
ইবলিশের অনুক্ষণ প্ররোচনায়
নিষিদ্ধ ফল আস্বাদনে হলে নির্বাসিত
গিরি কন্দর নদী মরুময় ইহলোকে
তাও বিশ্বের দুই প্রান্তে দুজনে ।


অনুতাপে শোচনায় সৃষ্টিকর্তাকে স্মরি
মিলিত অবশেষে --
আসিল সন্ততি
কেহ কৃতজ্ঞ কেহ কৃতঘ্ন
উন্মার্গগামী জনতারে
আলোক-বর্ত্মে আনয়নে
তোমার প্রেরিত পুরুষের ব্যর্থ প্রয়াস
অমোঘ নিয়তির ব্যর্থ পরিহাস ।