পানসি নিয়ে খাঁড়ি নদী
নালায় আমি যাই
চিংড়ি ধরি কাঁকড়া ধরি
যেটুকু যা পাই ।
গঞ্জ দেখে বেচি সেসব
জীবন চলার জন্যে
পাগলাঘোড়ার মতো আমি
কেন হলেম হন্যে ।
মধু আনতে গিয়ে বাবা
গেছে বাঘের পেটে
জীবন ঝুঁকি নিয়েই আমার
যাচ্ছে সময় কেটে ।
সোঁদরবনের ধারে বসত
জীবন বড়ই কঠিন
এমনভাবে কাটে মোদের
বাঁচার আশা ক্ষীণ ।