(শুরু সেই আল্লাহর নামে যিনি পরম দয়ালু দাতা)
ধনের নেশায় তোমাদের এই
প্রতি-যোগিতা চলে
যতক্ষণ না শায়িত হবে
মাটির গভীর তলে ;
ভেবে দ্যাখো কভু নহে
উচিৎ এই কাজ
কখনই নয়  কদাচ নয়
উচিৎ  এই কাজ ;
যদি নিজের বোধের ভিত্তিতে
উপলব্ধি করতে
তাহলে তুমি এই ভয়ানক
আগুনে না পুড়তে
তোমরাই দেখবে জাহান্নামের
প্রজ্বলিত আগুন
স্বচক্ষে দেখবে জাহান্নামের
প্রজ্বলিত আগুন ।
সেদিন হবে জিজ্ঞাসিত
তোমাদের নিয়ামত ।
(প্রেক্ষাপট : বনি হারিস ও বনিল হারস নামে আনসারদের দুটি গোষ্ঠি পরস্পরের বিরুদ্ধে প্রতিযোগিতামূলক ভাবে নিজেদের জীবিত লোকদের গৌরবগাঁথা বর্ণনা করে ; অতঃপর কবরস্থানে গিয়ে মৃত লোকদের গৌরবগাঁথা বর্ণনা করায় পবিত্র কুরআনে এই সুরা অবতীর্ণ)