কে যে সুয়োরানি আর কে বা দুয়োরানি
গণতন্ত্র প্রজাতন্ত্র এই দুটোই তো জানি
জনগণের ভোটের দ্বারা দেশ শাসিত হয়
গণতন্ত্র তো সত্যিকারের ঠিক তারে কয়
প্রজা যদি সন্ততি ধর্ম লিঙ্গ দল মত ভেদে
নিরপেক্ষতা নাহি থাকে , ভরে যায় ছেদে ।
ওঝারা জানে জানি ভূতঝাড়ার মন্ত্র
নীরবে নিভৃতে কাঁদে এই দুই তন্ত্র
গণতন্ত্রের নামে আজি দেশে প্রহসন চলে
জনগণ অহরহ সেই কথা চুপিচুপি বলে
প্রজাতন্ত্র নামে আছে প্রজা নাহি দেশে
নেতারাই আছে ভালো শাঁসেজলে , বেশে ।