আমার উপস্থিতির ব্যাপ্তি এমন এক বিশাল ভূমিতে
যেখানে আসাগরহিমালয়ের সুনিভৃত আশ্রয়
বট পাইন জারুল কৃষ্ণচূড়ার সুশীতল ছায়ায়
মাঘের আমের মুকুলের গন্ধে
শ্রাবণে বকুল ফুলের গন্ধে
মরমী বাউলের সুরে
রবীন্দ্রের সুললিত গানে
আমি মেতে আছি ; তোমার আঁচল ধরে
যতদূর হেঁটে যাই তোমার সাথে
নদীর কুলুকুলু ধ্বনি আর সবুজ ঘাসের চাদরে
হেমন্তের শিশির ভেঙে দূর্বায় মুক্তার ঝলকে
বেঁচে আছি তোমার শরীর জুড়ে ।