ঘুমের মধ্যে একটা স্বপ্নের মতো ২০২২ চলে গেল
৩৬৫ দিন তো নয় যেন পলকে কেটে যাওয়া  মুহূর্ত
সংখ্যাতাত্ত্বিক আর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের সংঘাত
নির্বিরোধে কাটেনি একটা দিনও
মেরুপ্রদেশের অনেক বরফ গলেছে
সমুদ্রের জলস্তর ক্রমবর্ধমান
কোন জনপদ শহর গ্রাসের কবলে
বুভুক্ষু মানুষের হাহাকার এখনো প্রতিধ্বনিত
পর্বতের গুহায় , গহন অরণ্যে , নগরে , বন্দরে
বৈভবের আড়ালে রাষ্ট্রনেতাদের মেকি ক্রন্দন  
বেহালার নিয়ত করুণ মূর্চ্ছনা
স্বজনহারার রোদন ,
দলিত আদিবাসী হরিজনের লাঞ্ছনা
আমার মনের কোণে বিরক্তির শ্যাওলা ভাসে
একটা সূর্যময় দিনেও তমিস্রা চারিদিকে
আমার প্রতিবাদ প্রতিহত রাষ্ট্রীয় শাসনের কষাঘাতে
হয়তো একদিন ২০২৩ও চলে যাবে পর্দার অন্তরালে
সেদিন যদি নাও থাকি আমার মূক শব্দবন্ধন
রেখে যাবো মাটির গভীরে ।