তুমি বাঁকাশশী হয়ে এলে আমার আকাশে
প্রতিপদের চাঁদের মতন সাঁঝের সময়ে
জানি তুমি ধীরে ধীরে একদিন হবে রাকা
এলোচুল বেঁধে কবরী দাঁড়াবে আমার সম্মুখনয়নে
সেদিন আমি স্রোতস্বিনীর মতো কুলুকুলু বয়ে যাব ;
নিশিবিহঙ্গ ডেকে যাবে , জোনাকির ভিড়ে
কিংবা চলে যাব সাহারার ওয়েসিসে
যেখানে কোন কালপেঁচা ডাকে না রাতের গহিনে
কোন কালকেউটে ফণাতুলে ধরে না
হাসনুহানা, কামিনীর সুবাসে আমার ঘর ভরে যাবে
জলতরঙ্গের শব্দলহরীর ছন্দে হৃদয়ে দোলা দেবে
আমার নিস্তরঙ্গ জীবনে ,
কবে কোন্ সুদূর অতীত থেকে আফ্রোদিতি যেন
ফিরে এসে ভরিয়ে দেবে
আর আমি ব্যাবিলনের সম্রাট
মরুভূমির বুকে গড়ে তুলবো নতুন এক শূন্যোদ্যান।