( পবিত্র কুরআনের ১১০ সংখ্যক সুরা আন নাসর অবলম্বনে রচিত )
( আল্লাহর নামে আরম্ভ যিনি রহিম ও রহমান )
যখন আল্লাহর মদতে বিজয় আসবে
তখন দলে দলে লোকে আল্লাহর ধর্মে ঈমান আনবে
যখন তুমি আল্লাহর প্রশংসায় পথ কর তাসবিহ
চাইবে ক্ষমা , নিশ্চয় তিনি মাফ কবুলকারী ।
( জ্ঞাতব্য : মাত্র তিনটি বাক্যের এই সুরা একেবারে শেষের দিকে অবতীর্ণ । এই সুরার বাক্য তিনটি ব্যাখ্যা করলে মককাবিজয়ের লক্ষণসমূহ পরিস্ফুট হয় । আরেকটি বিশেষত্ব মৃত্যু নিকটবর্তী মনে হলে বিশ্বাসী মুসলিমকে তাসবিহ পাঠ করে ক্ষমা চাইতে হবে । )