যার যা স্বভাব তার পরিবর্তন হয় না
যার যা অভ্যাস তা থেকে রেহাই পাওয়া মুস্কিল ,
খঞ্জনা পাখি বসে লেজ নাচাবে না -- তা হয় না ,
দোয়েল শিস্ দেবে না -- তা হয না ,
বক ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকবে মাছের জন্য
কপোতকপোতী কাছাকাছি এসে আদর করবে ;
কোকিল কাকের বাসায় ডিম পাড়বেই
পাপিয়া পাখি যেমন ছাতারে পাখির বাসায় পাড়ে ,
কোকিল কিংবা পাপিয়া পাখির স্বভাব পাল্টাবে না ;
কয়লা শত ধুলেও ফর্সা হবে না
যার কাঠিদেওয়া আদত সে কাঠি দেবেই ।