ছাইয়ের গাদা পেয়ে
উড়িয়ে দেখি ছাই
অমূল্যরতন কোন
যদি আমি পাই ।
খুঁড়তে খুঁড়তে ক্রমে
যত যাই আগে
ছাই উড়ে একাকার
চোখে মুখে লাগে ।
অবশেষে দেখি আমি
আলাদিনের প্রদীপ
ঘষে ঘষে সেটা ভাবি
চকচকে হবে ঠিক ।
প্রদীপটা পেয়ে আমি
আহ্লাদে আটখানা
খুশি মনে বাড়ি ফিরি
বয়ে নিয়ে দীপখানা ।
সময় সুযোগ বুঝে
ঘষি সেটা যেই
বিকট ভয়াল দৈত্য
বেরিয়ে এলো সেই ;
দৈত্য দেখেই আমি
পেয়ে যাই অক্কা
ঘুম ভাঙতেই দেখি
সবকিছু ফক্কা ।