স্বর্গে যাওয়ার ইচ্ছা আমার নেই
সেখানে হাতের কাছেই আয়াশ
মদিরা বা শরাবুন তহুরা  চাই না
অপ্সরীসঙ্গলিপ্সাও আমার নেই
না চাইতে প্রাপ্তির চেয়ে ঢের কাম্য
যাকে করি প্রত্যাশা , যাকে চাই ছুঁতে
বুখারার সেই মেয়েটির চোখে দেখেছি
মদিরার নেশা , গালে তার টোল ,
ঠোঁটের নীচে কালো তিল  
তার বুকের শ্বাসপ্রশ্বাসে অস্ফুট কামনা ;
সমরখন্দের জেরফশান নদীর তীরে
সেই নীলনয়নার উদাস দৃষ্টি নিস্তরঙ্গ জলে
চুলে তার কস্তুরীর সুবাস
গ্রীবায় হেলেনের দৃঢ়তা ,
তার অদৃশ্য হাত আমাকে ইশারায় ডাকে যেখানে
সেখানে হুরের ডাক আমার কাছে তুচ্ছ
স্বর্গের অলকানন্দার চেয়ে শ্রীনগরে ঝিলমের তীরে
সন্ধ্যার অস্তরাগে পাশাপাশি দুজনে বসেথাকা
আমার কাছে অনেক দামি
আমি রাজত্ব চাইনে ,
আমি স্বর্গ চাইনে  
শেখ শাদির মতো দেশ থেকে দেশান্তরে গিয়ে
অনাবিল সৌন্দর্যের পূজারী হতে চাই ।