ওস্তাদ আব্দুল করিম খান এখন মগ্ন সঙ্গীতসাধনায়
নানান রাগের মিশ্রণে নূতন কোন সৃষ্টির চেতনায়
সময়ে থাকে না খেয়াল , খেয়াল সুরের দ্যোতনায়
তাঁর সুরের মূর্চ্ছনায় গাছের পাতাও তোলে ব্যঞ্জনা
পোষ্য সারমেয় যেখানে থাক ছুটে এস সে প্রভুর কণ্ঠস্বরে কানপাতে ,
বিমোহিত হয়ে একাগ্রচিত্ত ,
চক্ষে বহে জল , তন্ময় গদগদ প্রভুর সঙ্গীতে ।
লোকমুখে ছড়িয়ে পড়ে কুকুরের সঙ্গীতপ্রেম,
গ্রামোফোন কোম্পানির মালিকের কানেও যায়
যাচাই করতে চলে স্বয়ং মালিক ছুটে এসে
কলের গানে চালায় তাঁর গান "পিয়া বিন চ্যায়েন নেহি" ---
কোথা থেকে ছুটে এসে সারমেয় রেকর্ডের সামনে
স্থানুবৎ বসে পড়ে সঙ্গীত শ্রবণে ; ক্যামেরা ম্যান ছিল
প্রস্তুত , সঙ্গে সঙ্গে ছবি আর কুকুরের সেই ছবিই
গ্রামোফোন কোম্পানির লোগো ; অমর হয়ে যায়
কুকুরের প্রভুর সঙ্গীতভক্তিতে । ছবিটি সবার জানা
এর পিছনের ইতিহাস ছিল আমাদের অজানা ।