রোগশোকে ভুগে তুমি কর নাকি তুকতাক
পানিপড়া তেলপড়ায় সারে রোগ ঠিকঠাক ?
কেউ বাছে মৌলবি , কেউ বাছে সাধুবাবা
কেউ ছোটে তান্ত্রিক , কেউ ছোটে পীরবাবা
সাপে যদি কাটে করো কেউ কেউ ওঝা ডাকে
বিষধর সাপ হলে ওঝা কি বাঁচায় তাকে ?
সাপেকাটা রোগী যদি ওঝা সারাতে পারতো
সরকার তবে হাসপাতালে ওঝাদের রাখতো
হিস্টিরিয়া রোগে ধরে , লোকে বলে ভূতে পায়
ঝাঁটা পিটে সর্ষে-ধোঁয়া নাকে তাকে শোঁকায় ।
বুজরুকি করে ওরা মানুষের অজ্ঞতার ফলে
নিজদের পকেট ভরে নানান চাতুরী , ছলেবলে ।
তদবির করে যারা যদি তারা কাশে খকখক
উঠে গিয়ে গোপনে কাশির সিরাপ গেলে ঢকঢক
ছোটখাটো অসুখে তারা ডাক্তারের কাছে যায়
অথচ তারাই দ্যাখো ধোঁকা দিয়ে টাকা কামায় ‌।