প্রতিদিন কত যে তারা খসে আমরা তার খবর রাখিনে
তারাখসা তো নৈঃশব্দে ঘটে ; যারা আকাশের দিকে তাকিয়ে
থাকে তারাই দেখে ; তবে আব্রাহাম লিঙ্কন বা মহাত্মা গান্ধীর মতো উল্কাপতনে আমাদের মনে গভীর ক্ষত সৃষ্টি করে ।
সকালে কত শিউলি ঝরে থাকে , সৌরভ হারিয়ে যায়
পতনের কোন সংকেত পাইনে , দেদীপ্যমান আকাশে
ঘাসের আগায় শিশিরবিন্দু কখন মিলিয়ে যায় খবর রাখিনে
খবর রাখিনে কবে কে কখন কোন খাটিয়ায় চড়ে
চাঁদ হয়ে যায় স্বপ্নটা ছেঁড়া কাঁথায় মুড়ে
এক বাটি দুঃখ রেখে পরিবারে
আমরাও একদিন মোহমাতাল হয়ে তারাখসার মতো হারিয়ে যাবো কেউ দেখবে না জানবে না এই সমাবেশের ভিড়ে ।