একটি তারের একতারাতে বাজনা
তাতে সুরতোলা তো সহজ কাজ না ‌।
দোতারায় তার থাকে দুটি কিংবা চার
সেতারায় সাতটি নহে মাত্র তিনটি তার ।
ছোট্ট বাঁশের বাদ্যযন্ত্র নামটি তার বাঁশি
তাতেই দারুন সুরটি তোলে রাখাল কাশী ;
তানপুরাতে চারটি তারে সুর আবার অন্য
বীণার চারটি তারে সুর উঠবে পুরো ভিন্ন ;
এসরাজেতেও চারটি তার , সরোদেও তার চার
বেহালায় ছটি তারে সুর ওঠানো কঠিন ব্যাপার
গিটারের তার বাজিয়ে সুরটি তোলা কঠিন
অনায়াসে সুরের জাদু তুলতে জানে মহিন ।