লেখাপড়া শেখে যে
গাড়িচাপা পড়ে সে
কথাটা নয় মিথ্যে
ঘটনাটি আগাগোড়া
বাধা নেই বলতে ।
পাশের বাড়ির সুশীল ছেলে
বাবামায়ের কথা শুনে
পড়তো দিনে রাতে
অমানুষের মতো
পড়ার শেষেই পেয়ে গেল
চাকরি মনের মতো ।
বেসরকারি কোম্পানিটার
হয়ে সুপারভাইজার
মোটা অংকের বেতন পাবে
চিন্তা নেইকো আর ;
তবে কিনা বারো ঘণ্টা
করতে হবে ডিউটি
কড়ায়গণ্ডায় মিটিয়ে দেবে
মাসের প্রাপ্য মূল্যটি ।
প্রতিদিনই ছুটতো কাজে
হয়ে হন্তদন্ত
লরির তলে চাপা পড়ে
অকালেই প্রাণ অন্ত ।
এসব দেখে ঠিক করেছি
লেখাপড়া শিখে আমি
চাইনা মরতে দুখে
নদীনালায় মৎস্য ধরে
বেচবো খাবো টাকা পাব
থাকবো আমি সুখে ।