বাংলা মায়ের সবুজ আঁচল
কে নিয়েছে কেড়ে
তরুলতা কৃষি আবাদ
কোথায় গেছে ছেড়ে !
বাংলা মায়ের কোলে ছিল
ধানের গোলা ভরা
রূপকথার সেই গল্প শুনে
সুখে ছিলাম মোরা।
ধর্ম নানান বর্ন নানান
তবু ছিলাম সুখে
উঠানেতে চাটাই পেতে
ছিলাম দুখেসুখে ।
পূজা পর্বে ঈদ মিলাদে
সিন্নি সিমাই খেতাম
যাত্রাপালা পীরের মেলায়
একসাথে সব যেতাম ।
নদী নালার দেশে এখন
মাছের জোগান নাই
অন্ধ্র প্রদেশ থেকে মোরা
রুই কাতলা পাই
নাসিক থেকে পেঁয়াজ আসে
চেন্নাই দেয় কুমড়া
হিমাচল ও কাশ্মীর থেকে
আপেল পেটি ভরা ।
চাষাবাদ সব শিকেয় তুলে
আমরা আছি সুখে
পরের ধনে পোদ্দারি সব
থাকবো কেন দুখে ।