কাজ করলে ভুল তো হবে এটাই স্বাভাবিক
ভালো মন্দ কাজ মিশিয়ে ভুল  হবে বা ঠিক !
তাই বলে কি হাত গুটিয়ে বসে থাকলে চলে ?
সমালোচনার ভয়ে পাছে লোকে কিছু বলে ।


আমরা দেখি জোয়ার ভাটা ছন্দ মেনেই ঘটে
কাজের মধ্যে ভুলত্রুটি এটাও তেমন বটে ।
দিনের বেলার মস্ত ক্ষত রাত্রিবেলায় ঘোচে
রাতের কান্না নতুন সূর্যের আলো যেমন মোছে ।


কাজ করে যাও ভালোমন্দ যাই বা বলুক লোকে
দেখবে তুমি কাঁদবে সবাই তোমার বিদায় শোকে ।
দুর্বল আর ভীরু লোকে সমালোচনার ভয়ে
বসে থাকে যেমন কেবল ঠুঁটো জগন্নাথ হয়ে ।