তুমি বিভবের পাহাড় গড়েছো
তোমার চিন্তা-ব্রততী অর্থঘটিত
তোমার ফ্লাটে মানি প্লাণ্টের অবাধ গতি
কয়েন প্লাণ্টের শ্রীবৃদ্ধি চোখে পড়ার মতো
তাই তোমার ফ্ল্যাটে কত সওদাগরের আনাগোনা
তাদের কেউ তোমার টেবিলে ব্রোকেন হার্ট দেখে
মেরামতের কারিগর হতে চায় ; তুমি কত সহজে
তাদের প্রস্তাব ফিরিয়ে দিতে পারো ।
আমার কুঞ্জে আছে এক রক্তঝরা হৃদয়
শুভ্রতার মাঝে কয়েক ফোঁটা টাটকা রক্ত ;
তার পাশের যার হৃদয় সেটা বেগুনি রঙের
দুজনে দুজনের দিকে অনিমেষ তাকিয়ে ।
তফাত শুধু এখানেই
একজনের মানি প্লাণ্টের , কয়েন প্লাণ্টের
আরেকজনের হৃদয় ঘটিত তাও রঙীন ।