তোমার শরীরে হাত রাখা মানে আকাশ স্পর্শ করা
তোমার শরীরে হাত মানে শিউলির গন্ধ পাওয়া
আমার যাবতীয় দুঃখ বাষ্পীভূত হয়ে নীলিমায় লীন
নিসর্গ উন্মুক্ত হয় বিশ্ব চরাচর ; নিমগ্ন মন
তানপুরার তানে মধ্যম লয়ের বিস্তার অথবা
ওস্তাদ জাকির হুসেনের তবলার লহরী
সরোদে আমজাদ আলি খানের মিয়া কা মালহার
তোমার শরীরে হাত মানেই নতুন সূর্যোদয়
তোমার শরীরে হাত মানেই পূর্ণিমার চাঁদ
নৈঃশব্দে মেঘের নিঃসরণ ; নদীর কুলুকুলু
ভ্রমরের গুঞ্জন , বিহঙ্গের কলতান ।
তোমার শরীরে হাত আমি রাখতে চাই
একদিন রাখতে চাই , অন্ততঃ একদিন !