কার দুঃখ বেশি আমি শুনতে চাই
আমার দুঃখ আছে
তাই মিলিয়ে দেখতে চাই
কে বেশি দুঃখী -- তুমি না আমি ।
রাতের শিশির বেলা বাড়ার সাথে সাথে
শুকিয়ে যায় তাই বলে কি তার দুঃখ আছে  !


সত্যি বলতে কী আমার অনেক কিছুই নেই
আমার অনেক অভাব
তবুও যা কিছু আছে , যা কিছু পেয়েছি
আমি তাতেই সন্তুষ্ট , কাঁদি না এজন্য
শৈশব ভুলে গেছি , যৌবন ভুলে গেছি
বার্ধক্যজনিত কিছু ভোগান্তি আছে বটে
তাই বলে বিলাপ করে লাভ নেই
তারাখসা মানে তো তারার অপমৃত্যু
তারার কি দুঃখ আছে !


তোমার দুঃখের ইস্তিহার শুনতে চাই
তোমার বিষণ্ণবদন , তোমার অবচ্ছিন্নতা
তোমার দুঃখের রেখাচিত্র পরিস্ফুট
মুখোমুখি এসে বসো
শোনাও তোমার কাহিনি
তারপর যখন আমার ইতিবৃত্ত শুনবে
তোমার মুখ প্রসন্নতায় ভরে যাবে ।


(১৭-১১-২০২৩ , মাস্কট)