তুমি ডাকলে না বলতে পারবো না
তুমি ডাকলে আমি পিছু হঠতে পারবো না
শৈশবে পেটের অসুখে ভুগে , দামাল কৈশোর পেরিয়ে
যৌবনে উপনীত , মনে হয়নি তোমার কথা
দুরন্ত যৌবনে পারমিকা , অনামিকার ডাকে
সাড়া না দিয়ে ফিরিয়ে দিয়েছি
অনেক গ্রীষ্ম বর্ষা শরৎ পেরিয়ে
আজ যখন শীতের সন্ধেয় পৌঁছেছি
তখন কেন জানিনে মনে হয় এই বুঝি তুমি ডাক দিলে
আরতুগ্রুল , চেঙ্গিস বা সুলাইমান পারেনি সে-ডাক ফেরাতে
মোজেস , শাহজাহান পারেনি সে-ডাক ফেরাতে
হাফিজ , গালিব , রবীন্দ্রনাথ পারেননি ।


তুমি ডাকলে না বলতে পারবো না
তুমি ডাকলে আমি অন্যদিকে মুখ ফেরাতে পারবো না
তোমার অমোঘ ডাকে আমাকে তোমার বাহুবন্ধনে
ধরা দিতেই হবে ; মহাবীর আলেকজান্ডার
ইউরোপ এশিয়া আফ্রিকা পালিয়েও পায়নি রেহাই !
তবে তুমি ডাকার আগে আমি যেন সবকটা মহাদেশ , তোমার আলিঙ্গনে
নিষ্পেষিত হওয়ার আগে , চুম্বন দিয়ে যেতে পারি ।