লিপ্তপদী উভচরী স্তন্যপায়ী প্রাণী
উদবিড়াল বা ভোঁদড় নামেই জানি
জলে নেমে চিংড়ি শামুক যেটা তুই পেলি
মনের সুখে কুড়মুড়িয়ে সেটাই তুই খেলি
জলের ধারে কাছাকাছি গর্তে তোদের বাস
মাছের মুড়ো অনায়াসে চিবিয়ে তোরা খাস
লোমে ঢাকা সারা শরীর স্পর্শকাতর গোঁফ
জলক্রীড়ায় দক্ষ প্রাণী জলের দিকে ঝোঁক ।