উহাদের কথা বলিও না
উহারা যাহা বলে করে না
উহারা যাহা করে বলে না !
উহারা তোমাকে ভাত দেওয়ার কথা বলে
ভাত দেয় না , কাড়িয়া লয় ;
উহারা দেশ শস্যশ্যামলা করার কথা বলে
কৃষকের সর্বনাশসাধন করে ;
উহারা তোমাকে কর্মের প্রতিশ্রুতি দেয়
বিপরীতে তোমার কর্ম বিনষ্ট করে !
উহারা নূতন কর্মসংস্থানের কথা বলে
পরন্তু কর্মশালায় তালা-কুঞ্চিকা লাগাইয়া দেয়
উহারা অর্থের প্রতিশ্রুতি দেয় অথচ
ছলেবলে তোমার অর্থ হরণ করে ;
উহারা কালোটাকা ফিরিয়ে অনিবার কথা বলে
যাহারা ব্যাঙ্কলুটকারীদের পালাইতে সাহায্য করে ;
উহারা রামরাজত্বের কথা বলে
রাবণরাজত্বের প্রতিষ্ঠা করে ;
উহাদের মুখের কথা আর বাস্তবতা
পরস্পর দুই মেরু -- উত্তর ও দক্ষিণ
পরস্পরের বিপরীত , এক হয় না কোনদিন ;
উহারা বাক্যে চমকপ্রদ , বাস্তবে অসার
উহারা একতার কথা , সাম্যের কথা বলে
কার্যক্ষেত্রে জাতি-বর্ণভেদে বৈষম্যের আচরণ করে
উহারা মুখে নগ্নতাবিরোধী
বাস্তবে উলঙ্গ করিয়া প্রকাশ্যে বলাৎকার করিয়া
প্রমাণ লোপাটের চেষ্টা করে ;
উহাদের বিরোধিতা করিলে
গৃহীবন্দি করিয়া বিচ্ছিন্ন রাখে ।
উহাদের কথা বলিও না
নানান কার্যে তোমাকে ব্যতিব্যস্ত করিয়া রাখে
তোমার উর্ধ্বতন চৌদ্দ পুরুষ ধরিয়া টানে ;
উহারা মুখে আন্দোলনের কথা বলে
আর আন্দোলন করিলে সহিংসতার সৃষ্টি করে ।
উহাদের কথা বলিও না
উহারা বহুরূপী , উহারা অভিনেতা
উহাদের কথা বিশ্বাস করিও না
উহারা যাহা বলে করে না
উহারা যাহা করে বলে না ।