( পবিত্র কুরআনের প্রারম্ভিক সুরা আল ফাতিহা অবলম্বনে )
(পরম করুনাময় অতি দয়ালু আল্লাহর নামে)
সকল ধরনের প্রশংসা আল্লাহর জন্য
যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক
তিনি পরম দয়ালু আর করুণাময়
এবং বিচার দিবসের মালিক
আমরা করি তোমার উপাসনা
আর সাহায্য চাই পূরণে নিজ বাসনা
আমাদের পর দেখান সরল সোজা
যেন আলোকপ্রাপ্ত হওয়ার পথে না হয় বোঝা
সেই পথ যেমন দেখিয়েছেন যাঁরা আলোকপ্রাপ্ত
তাদের পথ ব্যতীত যারা বিপথগামী
এবং তোমার ক্রোধে ক্রোধান্বিত ।
(প্রসঙ্গত : সুরা ফাতিহার গুণবাচক আরো অনেক নাম আছে যেমন ফতিহাতুল কুরআন ( কুরআনের ভূমিকা ) , উম্মুল কুরআন ( কুরআনের মূল ) , সুরাতুল কানজ ( ভান্ডার) , ওয়াফিয়াহ ( অর্থাৎ পরিপূর্ণ ) । প্রথম বাক্যে বিশ্ব জাহানের প্রতিপালকের প্রশংসা করা হয়েছে । পরবর্তী দুটি বাক্যে আল্লাহর গুণবাচক বিশেষণ এবং পরিচয় অর্থাৎ রহমান , রহিম ও বিচার দিবসের মালিক যে তিনি সেকথা ব্যক্ত । পরবর্তী বাক্যে আল্লাহর কাছে সাহায্যপ্রার্থনা -- কেমন সাহায্য চাই এবং চাই না ।)