সে মরেনি আজও বেঁচে আছে মানুষের মাঝে
হাজার বছর ধরে মানুষ করেছে তাকে লালন
সে যেমন রূপকথায় আছে , কাব্য উপন্যাসে আছে
ঠিক তেমনি মানুষের মাঝে বিরাজমান বহুকাল
মানুষ প্রতীক্ষায় থাকে চাতক পাখির মতো
অসীম ধৈর্যের পরীক্ষা দেয়
কেউ হয় সফল কেউ বা বিফল ব্যর্থ মনোরথে
সেই নল ও দময়ন্তী , লাইলি মজনু , শিরি ফরহাদ
কিংবা সেলিম আনারকলি
জাদুবাস্তবতার পর্দা সরিয়ে আজও সোনালি চুলে
রঙচঙে টিশার্টে নিরবচ্ছিন্ন প্রয়াস চালিয়ে যায়
এই ডিজিটাল যুগেও -- কত রকম ডে পালিত
রোজ ডে , প্রপোজ ডে , সর্বগ্রাসী ভ্যালেন্টাইন ডে
সরস্বতী পুজোর দিন প্রথম শাড়ি , দৃষ্টিবিনিময় , আলতো প্রথম চিমটি মনের গহিনে অব্যক্ত অনুভূতি যেন রোমাঞ্চিত তনুমন
এক আশ্চর্য শিহরন ;
তবুও প্রত্যেক ফেব্রুয়ারি এলেই মনে পড়ে যায় ভালোবাসার নির্ঘুম নির্ঘোষ
ভালোবাসা অতীত নয় , প্রেম সমসাময়িক ।