আজকের দিনে সূর্য উঠুক ভোরে ভোরে
আজকের দিনে রবির কিরণ কোমল হয়ে
টুকরো টুকরো কালো মেঘ যাক না সরে
এই শাওনে জন্ম তোমার
হাজার শ্রাবণ আসুক ফিরে
রোদেলা সকাল স্বপ্ন হয়ে উচ্ছলতায়
স্নিগ্ধ বিকেল ভরে উঠুক অনাবিলতায়
বন-ফায়ারের আগুন জ্বলুক সন্ধেবেলা
হাজার তারার মাঝে যেন থালার মতো চন্দ্রখানি
সব জোনাকি ভীড় করুক যে তোমার ঘরে ।
কৃষ্ণনগর জন্ম বলে আমি বলি কৃষ্ণচূড়া  
কৃষ্ণচূড়ায় ভরে উঠুক তোমার জীবন
বন্ধু মাঝে আপনজনে থাক তুমি গোলাপ হয়ে
অভীকের মতো ঘুরে বেড়াও পলাশবনে  
মহুয়ার মাতালকরা বুনো গন্ধে ভরে উঠুক ।
নাই বা দিলাম ফুলের তোড়া
নিজেই তুমি গোলাপ যখন
আজকের তোমার  জন্মদিনে
ভালো থেকো কৃষ্ণচূড়া
আলোয় ভরুক জীবন
অনাগত দিনগুলো হোক স্বপ্ন মধুময় ।