ভালোবাসা নয় অপরাধ যখন কুন্দ শুভ্র
নীল আকাশের নীচে ভাসে দুটি সাদা অভ্র
দুটি পাখি ডানা মেলে উড়বে পাশাপাশি
পাহাড়পানে উড়ে গিয়ে বলবে ভালোবাসি
সেই যে হলো প্রথম আলাপ ঢাকুরিয়ার লেকে
চোখোচোখি কানাকানি পথচলতিরাই দেখে ;
লোকের কথা গায় মাখিনি তুমি এবং আমি
প্রেম যে মোদের কলুষছাড়া জানে অন্তর্যামী
ভালোবাসায় ক্লান্তি নেই বাঁধনছাড়া গতি
অভেদ অভিন্ন দুটি মতি পাবে হীরা মোতি ।