জল পানি বিচার করো
জলপানি নিও না
উপনেত্র চোখে পরো
চশমা চোখে দিও না ।
জামা গেঞ্জি জুতো মোজা
না হয় তুমি নাই পরো
আরবি ফারসি শব্দ-দ্বন্দ্বে
নিজে না হয় নিজেই মরো ।
আতা নোনা আপেল লিচু
না হয় তুমি নাই খেলে
আনারস আর তরমুজটাও
না হয় ধরো নাই পেলে ।
বিচার আইন ধার ধেরো না
জজ ব্যারিস্টার উকিল থাক
সর্দি হলে বৈদ্য ডাকো
ডাক্তার হেকিম চুলোয় যাক ।
বই খাতা কলম পেন্সিল
ওসব না হয় নাই ছুঁলে
আলমারি ঘর সোফা চেয়ার
কেনার কথা যাও ভুলে ।
চামচ পিরিচ চায়ে চিনি
থাকবে না আর চাহিদা
ভাষার বিচার মেনে চলার
এটাই তোমার সুবিধা ।