নারী তুমি স্বয়ং এক জীবন্ত ভাস্কর্য
পুরুষের চেয়ে ভিন্নতর ; পুরুষ যদি গদ্য
তুমি তবে সুললিত কথামালার পদ্য
মহান ঈশ্বরের নিজের ইচ্ছায় তোমার অবয়ব
তবুও তোমাদের নিয়ে ইলোরা অজান্তা কোনারকে
শিল্পীরা তোমাদের মূর্ত করার প্রয়াসে দ্বিতীয় ঈশ্বর হতে চায়
এডলফ গুস্তাভ তোমার প্রতিদ্বন্দ্বী হয়ে অসলোয়
বছরের পর বছর এক সুবিশাল পার্কে
রেখে যায় তাঁর অমর কীর্তি ।
হাওয়ায় ওড়ে না তোমাদের চুল
তবে পক্ষীপুরীষ তোমাদের মলিন রাখে
যতক্ষণ না বৃষ্টি এসে মলিনতা দূর করে ।