ঘরে যদি বাসা বাঁধে
বোলতা বা ভীমরুলে
সেই ঘরে যায় কভু
বাস করা মন খুলে ?
আগে থেকেই ঘরে আছে
মৌমাছির বড় চাক ;
মাঝেমাঝে মধু পাই
তাই না হয় ওটা থাক !
ভীমরতি হলে পরে
লোকে পোষে ভীমরুল
টের পাবে হাড়ে হাড়ে
যদি বাছা ফোটে হুল !
জেনেশুনে যম পুষে
ঘরে রাখা সমীচীন ?
বার কয়েক কামড়ালে
বাঁচার আশা হবে ক্ষীণ ।
এর পরেও জেনেশুনে
যদি পোষে পুষুক গে'
ওরা যদি মরণ চায়
মরে ব্যাটা মরুক গে' ।