যে-ছবিটা সবার আছে
              তোমার বাড়ি আমার বাড়ি
লম্বা ঢিলা জামাপরা
              নাকটি টিকাল লম্বা দাড়ি
চোখদুটি তাঁর তোমার প্রতি
              কিংবা ভাবি আমার দিকে
আসল কথা বলেই ফেলি
             লক্ষ্য যেন সর্বদিকে ;
চোখ নয় তো হীরের দ্যুতি
             মুখে যেন শিষ্ট হাসি
এই-ছবিকেই তুমি আমি
             মনেপ্রাণে ভালোবাসি ।
ছবির মালিক বিশ্বমাঝে
             ভাষার খ্যাতি আনলো জিনে
এই ছবিটাই প্রতিবাদী
              পাঞ্জাবে সেই রক্ত-দিনে ।
চিত্র যেন মূর্ত হয়ে
              তাঁর তুলিতেই উঠলো ফুটে
আমরা যারা বাংলাপ্রেমী
              কবির পায়ে পড়ি লুটে ।