পুকুরপাড়ে তেঁতুলডালে
বসে বেহ্মদত্যি
হাড়ের ব্যথায় কাবু বেজায়
কী খাবে সে পথ্যি ।
হাড় মড়মড় গা জ্বরজ্বর
ফুলছে দাঁতের গোড়া
শিলের উপর মারছে যেন
আস্ত একটা নোড়া ।
মামদো ছিল বড় হেকিম
যখন বেঁচে ছিল
সে-ই তখন এগিয়ে এসে
পথ্যি বলে দিল ।
ধুতরা ফলের বিচি দিল
মিশিয়ে শিঙের গুঁড়ো
সেটা খেয়েই সেরে ওঠে
বেহ্মদত্যি বুড়ো ।