পাহাড়ের কিনারে দাঁড়াতে আমরা ভয় পাই
সমুদ্রের সামনে নিজেদের বড় অসহায় লাগে
সাইক্লোন এলে আমরা সন্ত্রস্ত হয়ে পড়ি
ভূস্তরের নীচে সামান্য কম্পনেই আমরা
ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসি বাঁচার তাগিদে
নৌকায় নদী পেরনোর সময় তুফান উঠলে
আমরা যে যার ইষ্টদেবতার স্মরণাপন্ন হই ।
চোখের সামনে দুর্ঘটনা দেখলে আফশোস করি
মৃত্যুভয় আমাদের গ্রাস করে
অথচ কাউকে মৃত্যুর মুখে ঠেলে দিতে
কারো মুখের গ্রাস কেড়ে নিতে
কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করতে
আমরা দ্বিধাগ্রস্ত হই না
অথচ মৃত্যুভয় থাকলেও আমরা
অতি সহজেই অপরের গলায় ছুরি চালাতে পারি
পাহাড় থেকে ধাক্কা মেরে খাদে ফেলতে পারি
আর ডি এক্স ব্যবহার করে বহুলোক মারতে পারি
কোন রূপ দ্বিধা জড়তা থাকে না
আমাদের হাত কাঁপে না
গণকবরের ব্যাবস্থা করতে পারি
অথচ নিজের কবর বা চিতা দেখলে ভয় পাই ।