কিছুমিছু পেলে ওরা
হয়ে যায় মহা খুশি
আমরা পাই এটা ওটা
ওরা পায় খড় ভুষি ;
কালোটাকা সাদা করে
বলি পাবে লাখ লাখ
ক্ষমতায় আসি যখন
ট্যাঁকটাই করি ফাঁক ।
ফল পাড়ি গাছ থেকে
ওরা মনে আশা পোষে
আমরা খাই শ্বাস জল
ওরা শুধু আঁটি চোষে ;
এরা ওরা বলে যখন
দেয়ালটা তুলে দিই
চালখানা বোঝেনাকো
সুযোগটা নিয়ে নিই ;
চাকরির দাবি ওঠে
মন্দির ইসু তুলি
দাবিদাওয়া বেমালুম
ওরা গেল ভুলি' ।  
শিল্প ও কারখানার
যেই কথা তোলে
জাতপাতের কথা শুনে
ওরা সব যায় ভুলে ।
ফাঁকা কথা বলে বলে
এসেছি যে ক্ষমতায়
সাদাসিধে জনগণ
ভুলে থাকে ভাঁওতায়।