দিন যায়
~~~~~
এমনি করেই অনেক দূরে -- অনেক যোজন দূরে
ডুবে মাঠ পেরিয়ে সূর্য মেঘের কালোয়
নিত্য-চেনা আলোর চমকে অচেনা কৌতুকে
সাঁঝের তারারা লুকোয় গোধূলি-আলোয়।


আজ হারালো রে হারালো কার হিয়া
নিয়ে চোখের পাতায় ভরা মেঘের ছায়া
সেই অচিনের দুয়ার আগল খুলে
প্রেমের ভোলা বিছায় চাঁদের মায়া।


মখমলে আজ সাজে শব্দেরা সাঁঝে  
রূপের আঙ্গিকে অপ্সরা রূপকথা
রঙ-রূপ ঢালা বিলাসী নবীন চলা
দেখে মুখ লুকিয়ে মৃদু হাসে চুপকথা।


সুদূরে হারানো কবেকার অভিমান
অশ্রু লুকোনো চাদরের আড়ালেতে
চিরকুটে লিখা মৌন প্রেমের ঢেউ
আজও বৈশাখী ঝড়ে থমকে দাঁড়ায় পথে।
                                
                                 ©জবা চৌধুরী